Posted in নিবন্ধ
…শুনো মুসলিম…
*নবীর প্রেমে হরহামেশা
যদি মশগুল হতো প্রান,
তাহলে তো হত না আর
এ বিশ্বে নবীর অপমান ।
আজ মোরা নবীর সুন্নত নিয়ে
পোহাই অবহেলা,
তাইতো আজ দাজ্জালেরা
করে নবীর অস্থিত্ব নিয়ে খেলা
চল ভাই,,,,,,
পাশ্চাত্যের চরিত্র
করি বর্জন,
নবীর সুন্নতে জীবন সাজিয়ে
করে নেই জান্নাত অর্জন।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1