অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।

— – হুমায়ূন আহমেদ

…শুনো মুসলিম…

*নবীর প্রেমে হরহামেশা
যদি মশগুল হতো প্রান,
তাহলে তো হত না আর
এ বিশ্বে নবীর অপমান ।

আজ মোরা নবীর সুন্নত নিয়ে
পোহাই অবহেলা,
তাইতো আজ দাজ্জালেরা
করে নবীর অস্থিত্ব নিয়ে খেলা

চল ভাই,,,,,,

পাশ্চাত্যের চরিত্র
করি বর্জন,
নবীর সুন্নতে জীবন সাজিয়ে
করে নেই জান্নাত অর্জন।

“জুবায়ের”

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply