অন্ধকারে আমার যখন বেড়াল ইচ্ছে
তুমি তখন পায়রা নামাও
লাল পায়ে, সাদা ডানায়
পায়রা নামাও
চারিদিকে সব মিছিল আসছে
ভারী বাতাস স্লোগান উড়ছে
আমি তখন গা ঢাকা দিই
তোমার গায়ে
প্রেম ফুটুক পলাশবনে
কাঁটার ভেতর রক্তমাখা হৃদয় ধুয়ে
বসে আছি নিষ্ঠাবান এ সভ্যতার
দুরন্ত শিকারি
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1