তোমার নিজেরও নিজের কাছে ঠিক ততটাই ভালোবাসা ও স্নেহ প্রাপ্য যতটা এই মহাবিশ্বে অন্য যে কারোর।

— গৌতম বুদ্ধ

রাত্রির আকাশটা আজ মেঘচ্ছায়াছন্ন

রাত্রির আকাশটা আজ মেঘচ্ছায়াছন্ন,
অন্ধকারে নিজের ছায়াটুকু পুরোপুরি বিবর্ন।
একলা ছাদে হাঁটা পদধ্বনি গুলো আজ নিস্বঙ্গতার সঙ্গ,
আর কিছু পুরোনো গানের মাঝে কিছু কঠিন স্মৃতি বন্ধ।

সুক্তা🖌️

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply