Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

রং মিস্ত্রী

রং করে রং মিস্ত্রী
রং মেখে নাও তারাতারি!
রং করে রং মিস্ত্রী
রং মেখে নাও তারাতারি
আকাশে
উড়ছে নাকি রং করা
বেলুন।।
সবই রঙিন, সবই দারুণ!
সবই রঙিন, সবই ফাগুন!
তোমার… আমার…
নিভে যাওয়ার আগে,
জল! ধোঁয়া! আগুন!
সবই রঙিন, সবই দারুণ!
সবই রঙিন, সবই ফাগুন!
রুখে দাড়াও, উঠে এসো।
ভালবাসি, ভালবেসো
রুখে দাড়াও, উঠে এসো।
ভালবাসি, ভালবেসো

Rongmistree Lyric by band Shohojia (official)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply