Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

মেঘনা

বহুদিন ধরে
আমার ডাইরির পাতা গুলো খালি।
তাতে আর কিছু লেখা হয় না এখন,
তার মানে কি জীবন থেমে গেছে?
হয়তো গেছে, হয়তো বা নয়।
অথবা এই প্রনয়ের এই শেষ পরিণতি।
শেষ থেকে শুরু ছিল সেটা
গল্পটা অথবা একটা দীর্ঘ কবিতা,
সেটা আমারই লেখা ছিল।
শেষ থেকে শুরু ছিল এর।
যেন শেষ পাতা থেকে
এক একটা শব্দ মুছতে মুছতে
পিছনে এগিয়ে চলা।
যেন একটু একটু ভালো লাগা থেকে
প্রচন্ড নির্ভারতা আর হাঠাৎ করে
আবিষ্কার করা, গল্পের শেষ এই খানেই।

যদি কিছু না কিছু লিখে আবার ভরতে চাই
সাদা পাতা গুলো, নতুন করে?
যেই শব্দ গুলো লুকিয়ে আছে তার অন্তরে
দিবে কি ধার আমাকে, আবার নতুন করে?

Writer: Meghna

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply