Give, even if you only have a little.

— Buddha

মায়ামৃগ

যত দূরে থাকো তুমি
এই অক্ষর এই আঙ্গুলের ছোঁয়া
তোমাকে বাজাবে

সদ্য স্নান করা তোমার শরীরে জলবিন্দু হয়ে
গড়িয়ে নামবে বৃষ্টি রেখায়
অথবা অকস্মাৎ একা একা ভিজে যাবে আকাশের নীলে তুমি
নির্জন ভালোবাসায়

সেখানেই এক নির্জন চোর
স্বপ্নে ঢুকে যাবে
অসম্ভব রঙিন হয়ে উঠবে তোমার গাল
ফ্যাকাসে শীতের ঠোঁট রোদ মেখে নেবে

তুমি বিহ্বল হয়ে সমুদ্রে এসে
এক একটা পাতার নৌকা ভাসিয়ে দেবে দূরে….

তোমার চোখের শান্ত নির্জন গভীরে
ভেসে উঠব আমি
তোমার নিজস্ব বেদনায় আমাকে ছুঁয়ে নেবে।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply