মন শুধু মন ছুঁয়েছে

	
	

























































			
			











অবৈধ যৌন-সংযোগের নিকটবর্তী হয়ো না, এ অশ্লীল ও নিকৃষ্ট আচরণ৷ -17:32

— পবিত্র কোরআন

মন শুধু মন ছুঁয়েছে

মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন]
ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো]
সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও]
ভাষা তো দেয় নি [দুই বার]

চোখেরো দৃষ্টি যেন
মনেরো গীতিকবিতা
বুকেরো ভালোবাসা
যেথায় রয়েছে গাঁথা [দুই বার]
আমিতো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি [ওওওও]
কেউ জানে নি।

মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন]
ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো]
সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও]
ভাষা তো দেয় নি
মন শুধু মন ছুঁয়েছে
[ওহোহোহো]

যখনি তোমার চোখে
আমার মুখ খানি দেখি
স্বপনও কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি [দুই বার]
তুমি কি সেই সুরভি পেয়েছো [ওহোহোহো]
স্বপনেরো দ্বার খুলেছো [ওওওওওওও]
কিছু জানিনি।

মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন]
ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো]
সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও]
ভাষা তো দেয় নি
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো]
সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও]
ভাষা তো দেয় নি
ওহোহোহো, ওহোহোহো, ওহোহোহো, ওহোহোহো

mon shudhu mon chuyeche lyrics bangla Souls Band song

গানের শিরোনামঃ মন শুধু মন ছুঁয়েছে

ব্যান্ডঃ সোলস

গীতিকারঃ নকিব খান

সুরকারঃ নকিব খান

সঙ্গীত/কম্পোজারঃ সোলস

প্রকাশক কোম্পানিঃ বৈশাখ প্রোডাকশন

প্রকাশ সালঃ ১৯৮২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply