মন ভালা না রে তোর পিরিত ভালা না রে বন্ধু


































































			
			











Give, even if you only have a little.

— Buddha

মন ভালা না রে তোর পিরিত ভালা না রে বন্ধু

Mon Bhala Na Re Tor Pirit Bhala Na lyrics|| IPDC আমাদের গান || Animes Roy

মন ভালা না রে তোর
পিরিত ভালা না রে বন্ধু।
তোর প্রেমে পাগল হইয়া হইলাম কূলহার।।

আগে কতো কইতি কথা দেখাইতি স্বপন,
ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন।
এখন ছাইরা গেলি আমারে
বুকে আগুন জ্বালাই রে
একটুকি হয়না রে তোর দয়া।।

স্বপনে আসিস বন্ধু সুখের ভেলায় ভাসি,
চোখ মেলিয়া পরে সারা দিবাও কাঁদি।
আজো বুকের মাঝে স্বপন বাঁধি
দিবা রাতি তোরে ডাকি
চাতকীর মতো থাকি চাইয়া।।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন ‘IPDC আমাদের গান’। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।

অনিমেষ রায়, নতুন প্রজন্মের একজন উদীয়মান কণ্ঠশিল্পী । ময়মনসিংহে বেড়ে ওঠা অনিমেষের সঙ্গীত চর্চার শুরু ছোটোবেলা থেকেই। পরিবার থেকেই হয় সঙ্গীতের হাতেখড়ি। এরপর সঙ্গীত নিয়ে শুরু করেন পড়াশুনা। বর্তমানে লোকসঙ্গীত বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি ।

আমাদের এবারের পরিবেশনা তরুণ এই প্রতিভাবান শিল্পীর কথা ও সুরে তারই গাওয়া একটি গান-

মন ভালা না রে তোর পিরিত ভালা না
কথা ও সুরঃ অনিমেষ রায়
কণ্ঠঃ অনিমেষ রায়

সঙ্গীতায়োজনঃ পার্থ বড়ুয়া
এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল

চিত্রগ্রহণঃ মিছিল সাহা
রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ

• ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
• হাঁড়িঃ মিলন ভট্টাচার্য
• বাংলা ঢোলঃ নয়ন
• পারকেশনঃ উজ্জ্বল
• ক্ল্যাপারঃ আলম
• ড্রামসঃ ডানো
• বাঁশিঃ জালাল
• বেইজঃ তানিম
• ইলেকট্রিক গিটারঃ জোহান
• নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
• কিবোর্ডঃ মীর মাসুম
• পিয়ানোঃ সামিত
• বেহালা ও জল তরঙ্গঃ মাখন
• কোরাসঃ মন, পিউ, নাশা,

mon vala na re tor pirit vala na lyrics

mono vala na re tor pirit vala na lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply