Journey from the self to the Self and find the mine of gold. Leave behind what is sour and bitter and move toward the sweet.

মধ্যবিত্ত জীবন or Bourgeoisie life

সত্যি এ খুব কষ্টের জীবন।
অভিনয় ছাড়া মধ্যবিত্ত জীবন কল্পনা করা যায় না।
হোক নিজের সাথে কিংবা মানুষের সাথে।

প্রতিনিয়ত নিজেকে ধোকা দিয়ে মিথ্যা সান্ত্বনা দিয়ে কোন মতে জীবন যুদ্ধে টিকে থাকা।

সত্যিই যখন আমার মতো মধ্যবিত্তের পকেটে ১০০ টাকার নোট থাকে তখন পকেটে হাত দিয়ে চলি।
ভাব দেখানোর জন্য নয়, হারিয়ে যাওয়ার ভয়ে।

মধ্যবিত্তের সামাজিক ব্যবস্থাটা এমন যে, পেটে ভাত না পরলেও ক্ষুধা নিবৃত্তির জন্য অন্যের কাছে হাতও পাততে পারে না। আবার পকেটে একটু পয়সা থাকলেই নিজের সখ মেটাতে কার্পণ্য করি না।

রিয়েল লাইফে মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা মানুষই এক একটা সেরা অভিনেতা।

হাজার কষ্টে দিন যাপন করলেও
“কেমন আছিস?”
কথাটার উত্তর গালের কোনে মিথ্যে
একটা হাসি দিয়ে বলতে হয় –
হুম, খুব ভালো আছি রে।

Writer: Abul Kalam Chowdhury

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply