কণ্ঠঃ লতা মুঙ্গেশকার
সুর ও সঙ্গীতঃ ভূপেন হাজারিকা
গীতিকারঃ শিবদাস ব্যাণার্জী
গানের কথাঃ
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না
আমার দুচোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না।।
সোনালি বিকেলে গাছের ছায়ায়
মুখোমুখি বসে নীল সন্ধ্যায়
সোনালি বিকেলে গাছের ছায়ায়
মুখোমুখি বসে নীল সন্ধ্যায়
জীবনানন্দ তুমি তো শোনাতে
জীবনানন্দ তুমি তো শোনাতে
ভেবে দেখো মনে পড়ে কি না
আমার দুচোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না।।
পটভূমিকায় শহীদ মিনার
নাগরিক চাঁদ উঠেছে আবার
পটভূমিকায় শহীদ মিনার
নাগরিক চাঁদ উঠেছে আবার
বনলতা সেন শোনাবে কে আর
বনলতা সেন শোনাবে কে আর
এই আমি আজ তুমি হীনা
আমার দুচোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না।।
Bhalo Kore Tumi Cheye Dekho (Lyrics) by Lata Mangeshkar l ভালো করে তুমি চেয়ে দেখো
Provided to YouTube by Sa Re Ga Ma
Bhalo Kore Tumi Cheye Dekho · Lata Mangeshkar