বিষ বিষাদের হালখাতা

	
	

























































			
			











মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ – পারা 21, সুরা আনকাবুত-7

— আল কোরআন

বিষ বিষাদের হালখাতা

কেমন কাটলো বিষ বিষাদের দুহাজার বিশ?
প্রাপ্তির খাতায় চলে যাওয়া বছর কি জমা করতে পেরেছে?
একটু ফিরে থাকানো যাক!
২০২০ কতটুকু দিয়েছে,বা কতটুকু কেড়ে নিয়েছে,বিতর্ক থাকুক বা নাই থাকুক,কেড়ে নেয়ার তালিকাই যে জয়ী,দেওয়ানেওয়ার লম্বা তালিকা বছর শেষে সেটাই প্রমাণ করে দিচ্ছে।
২০২০ সালে কতকিছু পাল্টেছে!
আমার বিছানার দিক পাল্টেছে,ড্রয়ার পাল্টেছে,ডায়েরী পাল্টেছে,বদলেছে পুরনো উপন্যাসের খাতা,ঘরে এসেছে নতুন আলমারি।
কতকিছু হারিয়েছে! পুরনো কত মানুষ,ছেড়া পাতার দুখানা কবিতা,প্রতিবাদের ভাষা,একটুকুন বিশ্বাস,একটা নীল খাম,দশ টাকা দামের সেই আংটি, ভাঙা পেন্সিল,প্রিয় সেই কালিহীন কলম,রঙ উঠা ‘শেষের কবিতা’র মলাট,প্রিয় বইয়ের একশো তেষট্টি নাম্বার পেইজ! আরো জানা অজানা কত কিছু! মহামারী করোনাভাইরাসের কারণে আমরা আমাদের জাতীয় জীবনে হারিয়েছে অনেক জ্ঞানী-গুণীজনদের। তাদের হারিয়ে যাওয়ার ক্ষত বা শূন্যতা কোনোটিই পূরণ হবেনা কোনোদিন।
কতকিছু পেয়েছি? পরিমাণফল অনেক! তার ছোট্ট হিসেবটা জমা থাক প্রাপ্তির আঙিনায়! তিক্ত স্বাদ,দ্বেষ-বিদ্বেষের এক পেয়ালা ঘৃণা,অবহেলার লম্বা সূচিপত্র,মিথ্যা অপবাদের সস্তা ঝুড়ি,ব্যাথার আকাশ,ভাঙা স্বপ্নের পরিত্যক্ত দালানকোঠা, অপ্রাপ্তির ছাপ উঠা আরো কত দীর্ঘশ্বাস!
কত প্রিয় অপ্রিয়তে বদলেছে এই বছরে!
বিশাল ঐ নীল আকাশ,শেষ বিকেলে ক্যামেরাবন্দি লাল সূর্যের সৌন্দর্য কিংবা রক্তিম আকাশের রূপ, গরম কফির মগ,বাকি রাখা উপন্যাসের পাতা,কাজল আঁকা চোখ, কবিতার বই, তারা সব চলে গেছে প্রিয় থেকে অপ্রিয়দের দলে!
বছর শেষের হালখাতায় মোটা দাগে জমেছে অভিজ্ঞতার এক বিশাল পাণ্ডুলিপি! যার একপ্রান্ত থেকে ঐপ্রান্তে ছোটাছুটি করছে তিক্ত মায়া আর বিষাদ স্মৃতির এলোমেলো কালো অক্ষর।
এই পৃথিবী কি তুচ্ছ জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসে? না কি ছুড়ে ফেলে দেয় অনন্ত অসীম জীবনের ঠিকানায়? প্রতিশ্রুতি! প্রতিক্ষা! অপেক্ষা! পিছুটান! কিছুই নেই!
ঘড়ির কাটায় সময় জানান দিচ্ছে বছর শেষ! নতুন বছরের প্রথম দিনেই পাল্টাতে হবে ধুলোজমা ক্যালেন্ডারের পুরনো পাতা।আসবে নতুন দিন। বিদায় জানাতে হবে পুরনো বছরকে।নতুন বছরকে জানাতে হবে ‘স্বাগতম’। বাধতে হবে নতুন স্বপ্নের আঁকাবাঁকা জাল,মুছে ফেলতে হবে ব্যথার ব্ল্যাকবোর্ডের সাদা চকের আস্তরণ,আবার নতুন করে সাজবে সবকিছু,সাজতে হবে আমাদেরও,কোনো নতুন রূপে।
পৃথিবী তার নিজ গতিতে আপন কক্ষপথেই ঘুরোক!
ভালো থাকুক প্রিয় মিল্কওয়ে গ্যালাক্সি পরিবার!
ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ,প্রিয়-অপ্রিয়!
শুভ ইংরেজি নববর্ষ,
ভালোবাসার ২০২১।
শুভ বিদায়,বিষ বিষাদের স্মৃতিময় ২০২০!

সৈয়দ সাকিব আহমদ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply