হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

পিরিতি নয় আমার কাজ

Piriti Noy Amar Kaj ( পিরিতি নয় আমার কাজ ) lyrics || Ganpoka ||

পিরিতি নয় আমার কাজ(২)

পিরিতি নয়

আমার,আমার (২)

আমার কাজ।

শেকড় পুঁতা পথের বায়ে(২)

জগৎ বাঁধা তোমার তোমার পায়ে

শেকড় পুঁতা পথের বায়ে

জগৎ বাঁধা তোমার তোমার পায়ে

সাগর তোমার, পাহাড় তোমার

আমার মাথায় পরে বাজ

সাগর তোমার, পাহাড় তোমার

আমার মাথায় পরে বাজ

সারাদেহে কাটা লইয়া

পিরিতি নয় আমার কাজ

সারাদেহে কাটা লইয়া

পিরিতি নয় আমার কাজ

খাল ছাড়াইয়া অঙ্গরসে

ক্ষত লইয়া দাড়াও এসে(২)

পাতা ঝরে তোমার বেশে

ক্ষত লইয়া দাড়াও এসে

পাতা ঝরে তোমার বেশে

রোগের জ্বালা দিয়া আমায়

দেখাও মহা রোগীর সাজ

রোগের জ্বালা দিয়া আমায়

দেখাও মহা রোগীর সাজ

সারাদেহে কাটা লইয়া

পিরিতি নয় আমার কাজ

সারাদেহে কাটা লইয়া

পিরিতি নয় আমার কাজ

খাল ছাড়াইয়া অঙ্গরসে

সেবা দিলাম ভালোবেসে

খাল ছাড়াইয়া অঙ্গরসে

সেবা দিলাম ভালোবেসে

সে আমারে বলছে পাগল (২)

খাল ছাড়া এক বাবলাগাছ

সারাদেহে কাটা লইয়া

পিরিতি নয় আমার কাজ

সারাদেহে কাটা লইয়া

পিরিতি নয় আমার কাজ(৩)

পিরিতি নয়

আমার,আমার (২)

আমার কাজ।

পিরিতি নয় আমার কাজ(২)

পিরিতি নয়

আমার,আমার (২)

আমার কাজ।

পিরিতি নয় আমার কাজ(২)

পিরিতি নয়

আমার,আমার (২)

আমার

আমার কাজ।

Ganpoka Piriti Noy Amar Kaj ( পিরিতি নয় আমার কাজ ) lyrics || Ganpoka ||

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply