A disciplined mind brings happiness.

— Gautama Buddha

পাপড়ি কেন বোঝে না

সারা রাত জেগে জেগে,
কত কথাই আমি ভাবি।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
সারা রাত জেগে জেগে,
কত কথাই আমি ভাবি।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়,
কাদে শুধু বেদনায়
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
মায়া ভরা পৃথিবী ছেড়ে,
চলে যাবো চিরতরে।
সবাই চলে যায়,
কতটুকুই বা পায়।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply