নীল সাগরে গিটার কর্ড

Em B7
নীল সাগরে
Em Am
রোদভেজা বাতাসে
Em Am
গাংচিল ওড়ে আর কতো গান গায়
D
তোমার আকাশে
C
আমার মনের পাখি
B Am Em
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।

A
রঙিন আতসবাজী
ছোট ছোট স্মৃতি সব
B
ভীড় করে আকাশে আবার মিলায়
A
হায় হায় দিন যায়
রাত যায় সব যায়
D Em
তবু আমি বসে থাকি তোমার আশায়

নীল সাগরে
অতল গভীরে
সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায়
তোমার গভীরে
আমার ডুবুরী মন
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়

nil sagore lyrics chords and lyrics

mohiner ghoraguli lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply