ফারিয়াদ তামিম জিসান
আমি নিরুপায় হয়ে বসে আছি,
ওইতো ডোবার পচা জলে ভেসে আছে-
একগুচ্ছ শেওলা আর কিছু কুচকানো পাতা;
সেই দুর্গন্ধে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি!
ছোট থেকেই এই অভ্যেস আমার,
কারণ আমি জন্মেছিলাম জঞ্জালে।
এখন সে জঞ্জাল ছাইয়ের স্তূপ,
সেখানে মিশে আছে আমার পরিবার।
ষড়যন্ত্র কেবলই আমাদের উপর,
আমি ঠকেছি;
সাহেব হাজার টাকার দুট নোট দিলো-
বললো, ‘খুশি থাক’
এদিকে সাহায্যের দশ লাখ টাকাটাও গুম হলো,
এখানেও ঠকেছি;আমি হতবাক,
যদিও সেটা পেলে ডোবায় ফেলে দিতাম!
যাক যে নিয়েছে আমোদে থাক।
জঞ্জালে এখনো আগুন জ্বলছে,
হাজার টাকার নোট দুটো ছুড়ে ফেলি ওখানে,
পোড়ার আগে আগুন নিভে যায়,
আমি নিরুপায় হয়ে তাকিয়ে রই।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1