If anything is worth doing, do it with all your heart.

— Buddha

নামাজ

ভোর হলো ফজরের আযান দিলো
নামাজিরা ওঠ রে,,,,
ওইযে মসজিদ
তারাতাড়ি নামাজ পড়তে চলরে‌।

নামাজ দিয়ে শুরু করো
শিশিরের সকাল বেলা,,,
ফজরের নামাজ শেষে,,
কুরআন পড়তে কেউ করোনা অবহেলা।

কষ্ট হলেও নামাজ সবাই পড়ো ভাই,,
নামাজ ছাড়া কিয়ামতের দিন
বাঁচার উপায় নাই।
যোহর,আসর, মাগরিব পড়ো,,
জামায়াতের সঙ্গে হায়,,
দিন তো তোমার,,
ফুরিয়ে যায়।

এশার এলো নামাজকে
অবহেলা করো না হায়,,
কাল সকাল নাও দেখতে পারো
আমার ভাই।
এশার পড়ো জামায়াতের সাথে হায়,,,
আরো পড়ো নফল নামাজ,,
গভীর রাতে ।
নামাজ শেষে দোয়া করো
রবের কাছে,,
তোমার দোয়া কবুল হবে
আল্লাহর দরবারে,,
জান্নাত পেতে তোমার
সহজ হবে

Writer: মোঃ মেহেদী হাসান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply