নশ্বর বিশৃঙ্খলা

	
	

























































			
			











Always forgive your enemies; nothing annoys them so much.

— Oscar Wilde

নশ্বর বিশৃঙ্খলা


অমৃত প্রেম,ভুবনভরা তার রেশ
কণায় কণায় জমাট বাধে ভালোবাসা আর আবেগ
প্রবল ঝড়
চরের মাটি ডুবে, বাঁধ ভাঙে
তার দড়ি জ্বলে, ঘাড়ে বল চাপে
তবুও অনুপাতে বেমিল,
তা তো হবেই
যা অভ্যস্ত কামনার বিপরীতে।
দিন প্রতিদিন মনে ধরে
সবই হারায় বিশাল কামনার ভীড়ে
কামনা যেমন তেমন,
বিশালতার পাহাড়ও গড়িয়ে পড়ে
মূল্য তার সীমিত সময়ের
ফুরিয়ে গেলে সাথের জলজ্যান্ত শরীরটাও
অকেজো হয়ে পড়ে।
বড়ই কষ্টসাধ্য,
বাহারি রঙে আসল রঙ খুঁজা
বড়ই কষ্টসাধ্য!
ধ্বনিতে মুখরিত হয় মন
শুনি,না পাওয়ার স্বর
ভয় হারাবো নাহয় নিজেই হেরে যাবো
তবুও রীতি
সময়ের তালে তো চলতেই হবে!
বদলের সময় ক্ষনিকের
তোমার কাজ,তোমার অক্ষুণ্ণ ভূমিকা তুলে ধরে,
তারেই গরিষ্ঠ করা বড়োই দু:সাধ্য
তা কথায় কম, কর্মে বেশি সাজে।
মানুষের উপচে পড়া ভীড়,
যেমন রাস্তায় জ্যামে চাপা পড়ে,
যেমন কালো কাদায় যায় ঢাকা পড়ে,
যেন মধু পিপাসী ভ্রমরটাও মধুবন ত্যাগ করে।
তবে এর সবই তো ভয় মাত্র
সবই অকল্পনীয়
এক যুগে যুদ্ধ করে
পরবর্তী যুগে আলোরবাতি নিয়মেই জ্বলে।
তবে সৈন্য বলো!
অথবা যুদ্ধংদেহী
নিঃস্বার্থ হয়ে পথ পেরোতে কাটার বীজ তো
পোহাতেই হবে
গাছটা তোমার জয়জয়কারে পরিপূর্ণ হবে।




কলমেঃশাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply