Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

তুমি কি যে বলো বুঝিনা

তুমি কি যে বলো বুঝিনা
তুমি কি যে বলো বুঝিনা।।
তোমার মুখের পানে চাহিলে
আমি কিছু শুনিনা
কি যে বলো বুঝিনা।।
হয়তো অনেক কথা দিয়ে যাও
আমারো মনের কথা নিতে চাও
দুটি হৃদয়ের কথামালা
হৃদয়ে গাঁথা থাকে পরিনা , পরাতে পারিনা
তুমি কি যে বলো বুঝিনা।।
তার চেয়ে চোখে নয় রাখো চোখ
এভাবে দুজনার কথা হোক।।
শুধু বুক ভরা ভালোবাসা
যেখানে পাঠায় ভাষা
সে ভাষায় এসো বলিনা।।
তুমি কি যে বলো বুঝিনা।।💞
Music
SONG
Tumi Ki Je Balo Bujhina
ARTIST
Hemanta Mukherjee
ALBUM
Hemanta Mukherjee-pakhi Tumi Keno Gao

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply