জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেইসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো; ততক্ষণ অবধি সেইসবের কোনো মূল্যই নেই।

— গৌতম বুদ্ধ

ঝড়

হাওয়ার আসার কথা ছিল
কিন্তু ঝড় এলো
ছোট্ট প্রদীপটি নিভে গেলে
সব অন্ধকার

যদিও এখন অন্ধ চোখ
কিছুই দেখি না বলে
নিজেকেও অচেনা মনে হয়

শুধু স্পর্শে ও গর্জনে তফাত বুঝি
হাওয়া শান্ত নিরিবিলি
ঝড় শুধু চোখ রাঙায়।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply