Strive not to be a success, but rather to be of value.

— Albert Einstein

জীবন অংকটাকে জানিনা মেলাতে

জীবন অংকটাকে জানিনা মেলাতে
Jibon Ankotake Janina Melate
ছায়াছবি: ছন্নছাড়া
কথা: শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: কিশোর কুমার
জীবন অংকটাকে
জানিনা মেলাতে গিয়ে,
কী পেলাম,আমি কী পেলাম।।
শূন্য দিয়ে ভরে গেলাম-
শুধু শূন্য দিয়ে ভরে গেলাম।
জীবন অংকটাকে
জানিনা মেলাতে গিয়ে
কী পেলাম,আমি কী পেলাম।
ফুল হয়ে ফুটলোনা ফুল,
ঝরে গেছে আশার মুকুল,
একরাশ স্বপ্ন চোখে-
মনে হয় আজ সবই ভুল।।
ভালবাসার ছোট্ট বাসা
ছোট্ট বুকের একটু আশা
আজকে আমি সব হারালাম।
জীবন অংকটাকে
জানিনা মেলাতে গিয়ে,
কী পেলাম,আমি কী পেলাম।।
হাসি চেয়ে কান্না যে পাই
সুখ চেয়ে দুঃখে জড়াই,
বেদনার এই তো ফসল,
তাই দিয়ে হৃদয় ভরাই।।
আলোর পথে চলতে গিয়ে
কখন যেন পথ যাই হারিয়ে
অন্ধকারে পৌছে গেলাম।
জীবন অংকটাকে
জানিনা মেলাতে গিয়ে,
কী পেলাম,আমি কী পেলাম।।
শূন্য দিয়ে ভরে গেলাম
শুধু শুন্য দিয়ে ভরে গেলাম।
জীবন অংকটাকে
জানিনা মেলাতে গিয়ে
কী পেলাম,আমি কী পেলাম।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply