জান


































































			
			











A friend is someone who knows all about you and still loves you.

— Elbert Hubbard

জান

আমার সকাল এখনো তোমাকে দিয়েই শুরু হয়
পাখির খলখলানি এখনো তোমাকে দিয়েই শুরু হয়
ভোর আকাশের আলোটা সময় মতো জেগে উঠে
কোণঠাসা
যেন এই পাজি মনেই পরে রয়..
আমি নিঝুম শান্ত
কোনো এক আচমকা প্রতিচ্ছবি
আমার মনের আয়নাই ভেসে উঠে
ঘুমিয়ে থাকা মানুষটা ঘুম ছেড়ে জেগে উঠে
আজ চোখে ঘুমটাও অনেক কঠিন মনে হয়।।
জানো,
রাতটাও না বিশাল বড়ো,আমায় দেখে হাসে
আমায় বদ্ধ মনে কড়া নাড়ে
আমি ছুটে ফিরি
বেহায়া!!
আমায় যেন মুহূর্তে মুহূর্তে আঘাত করে।।
আমি তাকিয়ে থাকি আকাশপানে
তারাগুলিও যেন সংখ্যায় কম মনে হয়।
মন খারাপের দেশ ছেড়ে চাদরে লুটিয়ে পড়ি
তোমার কথা যে আমার মনেই পরে রয়..
আমি পাইতে চাই না কো আবার তোমারে
মিথ্যে আশায় বাচা কখনোই যে সত্যি নয়।
আমার মন যে আজও কাছে টানে জান তোমায়
আজও ডাকে এক নামে
এই ভালোবাসা, ছেলেখেলা নয়।
আমার জনজাল পৃথিবীর শান্তি তুমি
যখন তোমার কাঁধে রাখিতাম মাথা
শান্ত কেউ আর আমার মতো নয়…
তোমার মায়াবী চেহারা,নিষ্পাপ হাসি
তোমার মুখে আমার নাম
শুনতে বড়োই ভালোবাসি।।।
আজও ইচ্ছে হয়।।
আমার মনের দোয়ার খুলে দিয়েছিলাম
নিজেকে তোমার মাঝেই সমাধি দিয়েছিলাম
না চেয়ে কিছু,
তুমি আমার আজীবন থাকবে পাশে
এই সপ্ন চার চোখে দেখে ছিলাম…
হয়তো তুমি অনেক ভালো আছো
তোমার জীবন নিজের মতো সাজিয়ে নিছো
সময়ের সাথে যে আমাকেও বাস্তবতা শিখিয়ে গেছো..
তবুও
আমি তোমারেই ভালোবাসি গো
যা কলংক, যেন চাঁদে কালো ছিটা
পাগল এই হৃদয়
বাচতে যাবে একা
তবুও
তোমার জায়গা হবে না কো ফাঁকা।
জানি তুমি আসিবেনা
এমনি কাটায় বাঁচবো আমি
পাথরের গায়ে যে এখন
আগুনের মরিচা বসা!!
দিনের শুরুতে, নতুনের আগমনে
জানিয়ে দেয় আমাকে
এই,,,,
তুই একা!!
সে দূর অনেক দূর হারিয়ে গেছে
এই মূলহীন অনুভূতি
আমি সামলাই কেমন করে?????
এই যে আমার জীবন
সূচনা তুমি,সংহার তুমি
দুই মনের মিলিত পথে
একা পথিক আমি
কিছু লাইনে সমাপ্ত করি কেমন করে??
আমার নিজেকে আজ ভালো রাখতেই বেঁচে থাকা
জমানো কথা আর হয় নিকো বলা
আজ শেষ দিলাম এখানেই
এই কাব্য হয়নি কো রচনা করা!!!
………
কলমেঃSahnaj rahman
বাংলা কবিতা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply