আকাশে কালোৎচাদরে তুই
মুখ ঢেকে অপলক চাঁদ
জ্যোৎস্নার ডুবোতেলে আরোবেশি শীত
নদী ও পরাগ দেয় ঝিনুকের বুকে
কখনো প্রেম ডোবে নখর বালুতে
তালুর চুম্বনে এক আকাশ তুই
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1