Don’t wait. The time will never be just right.

— Napoleon Hill

ছায়া

Chaya (ছায়া) – Blue Touch (Official Lyrical Video)

সংগত কারণে তোমায় আর আমি ভালোবাসতে পারি নি
তোমার প্রশ্নের প্রতি উত্তরে কিছু লিখতে পারি নি
সংগত কারণে তোমায় আর আমি ভালোবাসতে পারি নি
তোমার প্রশ্নের প্রতি উত্তরে কিছু লিখতে পারি নি
মেঘেরা যেমন কান্না ঝরায় বৃষ্টির বাহানায়
আমিও তেমন ঝরে পড়ি তোমাকে পাওয়ার আশায়
চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে
মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার আড়ালে
চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে
মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার আড়ালে
এই শহরের সব কবিতা পাখি হয়ে উড়ে গেছে
সব বিষাদ ভিড় করেছে আমার উপন্যাসে
তবুও আমি এই শহরে আজও খুজে যাই তোমায়
কান্না ভেজা এই দুচোখ আর দেখাবো না তোমায়
চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে
মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার আড়ালে
চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে
মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার আড়ালে

চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে
মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার…

Chaya (ছায়া) – Blue Touch (Official Lyrical Video)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply