Delight in meditation and solitude. Compose yourself, be happy. You are a seeker

— Buddha

ছন্নছাড়া

আমার সমারোহে সংগ্রহ রাখা নজরুলের কথা
যার ছন্দে সাজিয়ে রাখা বহু কবিতা
ছেঁড়া সাদা কাগজে যেন জীবন্ত
শব্দের ছোয়া পাতা..
মুঠোফোনে বন্দি করে রাখি
মনগড়া বহুমাত্রিক এক পাঠশালা
থাকে না বলা কথা
নিরবতার শব্দমালা।
হঠাৎ বলে
সময় গড়াচ্ছে
হোক না নতুন কিছু লিখা।
আনমনা!!
যেন গভীরতার অন্ধকারে
খুজে নিয়েছে উজ্জ্বল আলোকছটা!!
তুমি অদ্ভুত
বন্ধু হয় না তাকে মানা।
সময় গড়িয়ে দিন,পিছন ছুটে আসে রাত
কানে বাজে আজানে ধ্বনি
এই গড়ালো আর একটা দিন
আজ বুঝি শনিবার??
মা বলে শনি যেন অমঙ্গল নিয়ে আসে
মুচকি হাসিতে ভাবে
সপ্তাহে মঙ্গলের সাত হাত দেবো এনে!!!
মানব মন,কতোই না মোম গলে পরে…
চোখ বুজে,বিবরণ স্বপনের মাঝে
শূন্যতার খুজে।
তার যেন ভালোলাগে
নিজেকে নিজেই আবিস্কার করে!!
এক লম্বা পথের খুজে
পায়ে চলার মনোবল নিয়ে
অশান্ত মন তার..
মগজে নুরি পাথর
ঠক ঠক শব্দ করে
তারো বলো,
মানুষ সব সমান না রে!!
হঠাৎ চোখ মেলে
কল্পনার খেলাই এই তুমি পিছিয়ে গেলে!!
রাজপথ,
বালুময় সৈকত
মুঠোফোন বেজে উঠে।
এইবার তৈরি করো নিজেরে।।।
চেতনা জাগে
সীমানা কঠিন,তবুও এগুতে থাকে।
সমাজ হাসে,আপন পিছুটানে..
সে পাথর
বাচতে চায় নিজেকে প্রমাণ করে!!
তুলতুলে নরম হাতে
এইবার নিজেকে তৈরি করে..
ভাবে,,,
শেষ বারে কেউ নাইবা থাকুক পাশে
পশ্চিমা আকাশে তোলা দুহাত
যেন আমার শান্তি কামনা করে…
এই ভাবনা মনে নিয়ে
অন্য মন হাজারো পরিবর্তন করে
সাজে নিজ সাজে,
অল্প কথায় শক্ত ছন্দ আঁকে..
ভেলাভাসা কথায় না,নিজ কথা সে কানে রাখে।।
…….
কলমেঃশাহনাজ রহমান
Bangla poem

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply