নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে ৷ –4:10

— পবিত্র কোরআন

চৈত্রের চিঠি

সাঁকোর পরে সাঁকো পেরিয়ে যাচ্ছি
কত দূরে তুমি থাকো ?
তোমার কাছে যেতে চাইছি

খবর নাওনি, দুয়ার খুলে দাওনি
হাওয়ায় উড়িয়ে চাদর
ঢেকে রাখো আমার আকাশখানি

বৃষ্টি নেই , আগুন ছোড়ে সূর্য
গাছের তলায় ছায়াও নেই
রাতদিন অসহ্য

একা একা জোনাক ওড়ে
পৃথিবী আজ ভিখিরি কার জন্য ?

Writer: তৈমুর খান 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment