একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে, সবকিছুর মধ্যেও কিছুই নিজের না; এই ভাবনা রাখতে হবে।

— গৌতম বুদ্ধ

চৈত্রের কাফন

যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে
যে গেছে ছায়াপ্রাণ বনবীথিতলে
বন জানে অভিমানে গেছে সে অবহেলে
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে

আকাশে কেঁপেছে বাঁশিসুর
আঁচলে উড়েছে ময়ূর
চলে যাই বলেছিলে চলে যাই
মহুল তরুর বাহু ছুঁয়ে
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে

সে বুঝি শুয়ে আছে চৈত্রের
হলুদ বিকেল
যেখানে চূর্ণ ফুল ঝরে তার আঁচলে
যেখানে চূর্ণফুল ঝরে তার
কাফনে

শিরোনামঃ চৈত্রের কাফন
কথাঃ রঞ্জন ঘোষাল
সুরঃ প্রদীপ চট্টোপাধ্যায়
কন্ঠঃ তপেশ বন্দোপাধ্যায় (ভানু), প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি

mohiner ghoraguli choitrer kafon lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply