The root of suffering is attachment.

— Buddha

চৈত্রের কাফন

যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে
যে গেছে ছায়াপ্রাণ বনবীথিতলে
বন জানে অভিমানে গেছে সে অবহেলে
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে

আকাশে কেঁপেছে বাঁশিসুর
আঁচলে উড়েছে ময়ূর
চলে যাই বলেছিলে চলে যাই
মহুল তরুর বাহু ছুঁয়ে
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে

সে বুঝি শুয়ে আছে চৈত্রের
হলুদ বিকেল
যেখানে চূর্ণ ফুল ঝরে তার আঁচলে
যেখানে চূর্ণফুল ঝরে তার
কাফনে

শিরোনামঃ চৈত্রের কাফন
কথাঃ রঞ্জন ঘোষাল
সুরঃ প্রদীপ চট্টোপাধ্যায়
কন্ঠঃ তপেশ বন্দোপাধ্যায় (ভানু), প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি

mohiner ghoraguli choitrer kafon lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply