To live is the rarest thing in the world. Most people exist, that is all.

— Oscar Wilde

চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী

চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা ক্যামনে বলি?

বালিশ চাদর
এপাশ ওপাশ
একটু খানি গড়িয়ে নেওয়া
আলতো ঘুমে
দুঃখটাকে
খানিক সুখের প্রলেপ দেওয়া।

মাঝ দুপুরে হঠাৎ সে দিন
আচমকা সব পড়ল মনে
ব্যস্ত শহর ভিড় জমালো
তাক বুঝে ঠিক ফেলল কোণে।

রেতের বেলা একলা এখন
জিরচ্ছে সব শহরতলী
চোখ দুটো খুব পড়ছে মনে
এই কথাটা ক্যামনে বলি?

কথাঃ সারণ
অ্যালবামঃ চাইনা ভাবিস

Song
Chilte Rode lyrics
Artist
Arnob
Album
Chaina Bhabish

Chiltey Roud | Coke Studio Bangla | Season One | Arnob X Ripon (Boga)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply