তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন

— কাজী নজরুল ইসলাম

ক্ষুধা

খাবারের কারণে কাদছে হাজার মানুষের প্রাণ।

সব কিছু শুনিয়া যেন বন্ধ
আমাদের কান।

মানবতা যেন আজ ঘুমিয়ে আছে
জেগে আছি আমরা।

সার্তের জন্য কুকুরের মতো একে অন্যকে কামরাই।।

সরকারের থেকে সাহায্য এলে রাস্তায় তা শেষ।।

বাটপারি আর চুরি এইটা আমরা করতে জানি বেশ।।

সরকারের টাকা মারিয়া করছি বাড়ি গাড়ি।।

আমরা মন্ত্রিরা কিন্তু এইটা ভালোই পারি।।

মানবতাকে জাগিয়ে তুলো খুল তোমার কান।।

গরিবের মুখে খাবার তুলে দিয়ে ভরাউ তাদের প্রান।।

তামান্না আক্তার
তারিখঃ০৫/০৪/২০২০

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply