অতীতে বাস করবেন না, ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না, বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন।

— গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ

কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে

কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
Keu Chupi Chupi Dola Diye Gelo Prane
অ্যালবাম: ফিরে এলাম (২০০৯)
কথা: উৎপল
সুর: মুন্না রাজ
কণ্ঠ: কুমার শানু
কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
কেউ ধরা দিল অনুরাগে অভিমানে
তার ও দু’চোখে রঙে রঙে ছবি আঁকা
রাত জেগে জেগে একা একা বসে থাকা
[ভালোবাসা এ যে ভালোবাসা]-২
কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
কেউ ধরা দিল অনুরাগে অভিমানে।
[প্রেমের মানে ক’জন জানে
মনের কথা বোঝে ক’জন
কোন অজানায় বারে বারে
ছুটে চলে শুধু এ মন(ও ও)]-২
মন মানেনা কেউ জানেনা
কেউ জানেনা মন মানেনা
কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
কেউ ধরা দিল অনুরাগে অভিমানে হা।
[বসে আছো যার আশাতে
সে যদি না আর আসে;
আবার তাকেই পেতে পার
শ্রাবণে আর মধুমাসে(ও ও)]-২
ভালো লাগেনা কেউ জানেনা
কেউ জানেনা ভালো লাগেনা
কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
কেউ ধরা দিল অনুরাগে অভিমানে
তার ও দু’চোখে রঙে রঙে ছবি আঁকা
রাত জেগে জেগে একা একা বসে থাকা
[ভালোবাসা এ যে ভালোবাসা]-৪

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply