কিছু অদ্ভুত প্রেম


































































			
			











If you look at what you have in life, you’ll always have more. If you look at what you don’t have in life, you’ll never have enough.

— Oprah Winfrey

কিছু অদ্ভুত প্রেম

বেশ অদ্ভুত কিছু প্রেম হয়েছিলো আমার,
প্রথমের অতল মায়ার জাল কেটে এসেছিলো সে।
চেনা চোখের অভ্যস্ততায় থমকে গিয়েছিলাম নতুনত্বে,
আমি দ্বিতীয়বার প্রেমে পড়ি,
প্রথম প্রেমের আবেগ নিয়ে।
মাথা নত আলিঙ্গন আর তীব্রতর আকর্ষণ,
চোখ বুজে হই মৌমাছি।
দ্বিতীয় আমায় ছেড়েছিলো শেষের দুয়ারে,
আমার প্রেমিক কন্ঠে শুধু ছিলো ‘তবে কেন?’
স্বচ্ছ প্রেমের তুচ্ছ করা এই ব্যর্থতা বুজতে এসেছিলো তৃতীয়,
আমি আবার প্রেমে পড়ি,
প্রথম প্রেমের আবেগ নিয়ে।
গভীরতার তীব্রতা কিংবা তীব্রতার গভীরতা চেনার নাম করে ভালোবাসি তাকে,
অদৃশ্য খাঁজগুলোতে স্পর্শ চাই পূর্ণতার।
সে আমায় ভালোবেসেছিলো বোধহয়,
কিন্তু অমিলের সূক্ষ্মতায় তাকে ছেড়ে আসা।
এক বিকেলে ঝিমানো চায়ের কাপ হাতে উড়ন্ত মুক্তিতে তার মুক্তি হয়-
অভিযোগ ছিলো না কারোর ই।
প্রকৃতির তুচ্ছ করা করুণা বারবার ছিলো গল্পে,
আমার প্রেমিক কন্ঠে প্রতিবার রক্তক্ষরণ বাস্তবতার।
এরপর?
আপনার জিজ্ঞাসু চোখের উত্তর হলো আমি আবার প্রেমে পড়ি-
হাসছেন?কে বলেছে জীবনে একবার ই প্রেম হয়?
‘তবে আজ থাক’ কথার ভীড়ে এক নতুনের ঠাঁই হয়েছিলো জীবনে।
সকল প্রেমের ব্যর্থতা নিয়ে আমি আবার প্রেমে পড়ি,
অসহ্য দু’টো অতীত ঢাকতে চোখ বুজি তার দুয়ারে।
দু’হাতে তার আলিঙ্গনে বহুকাল পরে কেঁদেছি স্বস্তিতে,
এই বুঝি ঘর হলো ভেবে পার করেছিলাম চৌকাঠ।
আমার বেশ প্রেম হয়েছে প্রথমের আবেগ নিয়ে,
ধরণীর গল্পযজ্ঞে ঠাঁই মিলেছে ব্যর্থতাগুলোর-
এইতো ঢের,আচ্ছা আজ তবে গল্প ফুরালো।

হাবীবা ফারহানা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply