Be patient, even if every possibility seems closed.

কবিতাই জীবন

কবিতাই জীবন এখন আমার ।।
চেয়ে ছিলাম তাকে নিয়ে
বহুদূরে চলে যেতে।।

সে ছিল আমার শুধু আমার
কারন আমি তার মা।।
তার জীবন শুধু আমার সাথে শুরু আমার সাথে শেষটা আর এক সাথে হলো না।।

কারো মন্তব্য আমি চাই না শুনতে আজো ।।
এই নিয়ে কতই না কথা।
ছবির ক্যানভাসে আঁকা সব ছবি , কিন্তু মনের আকাশে সে সবক্ষন বিরাজমান ।।

আমি রং তুলি হারিয়েছি
আজ প্রায় তিন বছর ।।
আঁকা আঁকি করি না।

শান্তি খুঁজে পায় না।
একা থাকি না ।।
ভয় পাই , যদি কিছু করে ফেলি তাই।।
তাই চলে তো‌ চলে যায়
হাজারো ভিড়ের মাঝখানে।।

কবিতা হয়ে দিন কাটাতে
চাই আজীবন।।

Writer: Chowdhury Anni

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply