কত কথা বাকি


































































			
			











If you find no one to support you on the spiritual path, walk alone.

— Buddha

কত কথা বাকি

Koto Kotha Baki | Official Music Video | Abaro Tomar Shohor | Safin | Wrivu

কত কথা বাকি,
তোমার কাছে হায়,
এত কথা বলার মাঝে
লেখার সময় কোথায়।

অবাক চোখ সব,
অচেনা শহর জুড়ে,
আর যায়না চেনা কিছু,
এই ভুলের বহরে।

তোর চোখের কাজল,
তোর হাসির নেশা,
চায় ছুঁয়ে যেতে চায়,
আমাকে।

অসময়ে চেয়ে থাকি
গান হয়ে যায় হাওয়ায়,
নিজেকে দিয়ে ফাঁকি,
কিছুই কী যায় পাওয়া।

আবার অচেনা হই,
ধীরে আরো ধীরে
আমিও আসবো ফিরে,
তোমাকে ঘিরে ঘিরে।

এমন মাতাল রাতে,
সব হারিয়ে তোর সাথে,
আমি পেয়েছি বোধহয়,
তোমাকে।

Song
Koto Kotha Baki
Artist
Safin Shudipto
Album
Abaro Tomar Shohor

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply