If you tell the truth, you don’t have to remember anything.

— Mark Twain

ওই দূরে চলোনা নীল আকাশে হারিয়ে যাই তোমার হাতটি ধরে

ওই দূরে চলোনা নীল আকাশে
হারিয়ে যাই তোমার হাতটি ধরে
পায়ে পায়ে ঘুঙ্গুর পায়ে হারিয়ে তুমি
কাশ বনের মৃদুল বাতাসে হয়েছি।

চলোনা হাড়িয়ে যাই, তোমায় নিয়ে
কোনো নাম না জানা, ওই অজানা শহরে
চলো…

ওই দুরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাতটা ধরে
রংধনুর মাঝে হাড়িয়ে যেতে চাই তোমায় নিয়ে।

60’s Love Lyrics By Level Five:

Song: 60’s Love
Band: Level Five
Lyric: Ehsan kaizer, Alamgir kaiser and Ishmam Rashid

What’s your Reaction?
+1
35
+1
4
+1
0
+1
3
+1
1
+1
2
+1
3

Leave a Reply