Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

ঐতিহ্য

আমাদের ঐতিহ্য কাঁথা সেলাই করছে
বাইরে প্রবল বৃষ্টি
সব ভাবনারা ভেসে যাচ্ছে একে একে
ঐতিহ্য ফোঁড় তুলছে কাঁথায়
এও এক ইতিহাস রচনা

সবাইকে খিদে লেগে গেছে
আহা খিদেরা কেন যে লাগে!
সবাই খেলতে ভুলে যাই
কীরকম এক কান্নার মতো শব্দ বেরিয়ে আসে
মহাকালের রথে চাপা পড়ে যাওয়া মানুষ

সবাই বলছে এগিয়ে যাও! এগিয়ে যাও!
এত বিস্ময় চিহ্ন ডিঙিয়ে কোথায় যাব তবে?
দাঁড়িপাল্লা নিয়ে বসে আছে মহাকালের কৃষক
আমরাও বিক্রি হবো সময়ের হাঁস—
ঐতিহ্য সুতো ভরছে সুচে আবার কোনো নতুন নকশা হবে

শ্রম আর ক্ষয় লেগে থাকা কাঁথাগুলি কারা নেবে?
যুবতী সুচ আর আঙুলের ঘর্ষণে
কত মৈথুনের বিকেল পেরিয়ে গেছে
সভ্যতা তবুও বোঝেনি খিদের কাতরানি
সারা ঘরে ভেজা গন্ধ,জ্বালানি নেই,কী করে যুদ্ধ হবে?

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply