Work out your own salvation. Do not depend on others.

— Buddha

এক যে ছিলো দুয়োরাণী থাকতো কুঁড়েঘরে

এক যে ছিলো দুয়োরাণী থাকতো কুঁড়েঘরে
Ek Je Chilo Duorani Thakto Kureghore
ছায়াছবি: প্রতিকার(১৯৮৭)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সংগীত: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: আশা ভোঁসলে
আ আ আ আ
এক যে ছিলো দুয়োরাণী থাকতো কুঁড়েঘরে
দিন কাটাতো ঘুঁটে বেচে রোদ-বৃষ্টি-ঝড়ে।
সেই যে গেলেন রাজামশাই একলা তাকে রেখে
এলেন না আর দুয়োরাণী দুঃখিনী সেই থেকে
শূন্যঘরে কত কথাই মনে যে আজ পরে
স্মৃতি যতই হোক বেদনার মনকে মধুর করে
এক যে ছিলো দুয়োরাণী থাকতো কুঁড়েঘরে
দিন কাটাতো ঘুঁটে বেচে রোদ-বৃষ্টি-ঝড়ে।
সোনামণি ছাড়া মায়ের কী আর বলো আছে!
সন্তানেরই মুখ চেয়ে যে শান্তিতে মা বাঁচে
কচিমুখের হাসির আলোয় মায়ের বুকটা ভরে
যাদুকে মা বুকে যে তার জড়িয়ে শুধু ধরে।
এক যে ছিল দুয়োরাণী থাকতো কুঁড়েঘরে
দিন কাটাতো ঘুঁটে বেচে রোদ-বৃষ্টি-ঝড়ে

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment