মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ – পারা 21, সুরা আনকাবুত-7

— আল কোরআন

একটি ভালো দিন

আজ বিকেলে সুন্দর চা খেলাম

হাঁটুর ব্যথা বলে হাঁটতে বেরোইনি দুদিন

গতকাল এক আয়নাওয়ালা আয়না দেখিয়ে গেছে

আমি ও আমার আত্মীয়-স্বজন সবাই দেখেছি মুখ

শুধু মুখের ভাষা গোপন করে রাতের পাহাড়ের দিকে চলে গেছি চুপচাপ

আমাদের ভেতরের ঘরের বন্ধ দরজায়

কেউ কেউ বসেছিল

ওরা এত কুৎসিত কেউ আয়না দেখেনি কোনোদিন

কোনো কোনো পরামর্শ এসেও ফিরে গেছে

আমরা শুধু দূর থেকেই ওদের নাম দিয়েছি তালিবান

এত ভালো দিন ছিল আজ

শুধু রোদের নাম ছিল খচ্চর!

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply