সব নির্জনতার পাশেই কোনো গান পড়ে থাকে
যেমন সমস্ত নারীর মুখেই লুকিয়ে থাকে প্রিয়তমা
গ্রীষ্ম দুপুরে উড়ে আসা একটি পালক
পাখির মতোই কথা বলে
একটি ঝরে পড়া শুকনো পাতাও
গাছেরই লেখা জীবনলিপি
এক একটি বৃষ্টির ফোঁটায়
সমুদ্রের জীবন-দর্শন লেখা থাকে
প্রতিদিন নিজের ভেতর থেকে
বেরিয়ে আসে এক মেঘ-বালক
ঘাম আর নুনের গন্ধে শরীর জেগে উঠলে
নিজেকেই নিজের পৃথিবী ভাবি
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1