Lyrics:
একটা জানালা আর এক চিলতে রোদ্দুর
দেখি তো তোকে নিয়ে যেতে পারে কতদূর?
যে ঝিল পাড়ে মাটি খুঁড়ে
পুঁতে রাখা আছে
এক বাক্স ছেলেবেলা
যে উঠোনে ইটের আঁচড়ে
খোপ কেটে
চলে এক্কা দোক্কা খেলা
বালিতে কাঁকড়ে
আদরে
সাজানো ছোট্ট ঝুলন মেলা
আমার জানালা আর এক চিলতে রোদ্দুর
পারবে কি নিয়ে যেতে ততদূর?
আলোর থেকেও জোরে ছোটে এই মন
নাকি হিসেবের যানজটে এই মন
শীত জড়ানো চাদরের ভিতরে
গায়ে কাঁটার মতন ফুটে ওঠে এই মন
ঠিক তখন
ডিজিটে ডিজিটে ছায়াপথ আঁকে স্ক্রিন
তুই ডেস্কের ভরা ফাইলে দিলি ডুব
স্মার্ট ফোন স্মার্ট ওয়াচ স্মার্ট চরাচর
স্মার্টলি তোকে বানাচ্ছে বেকুব…
বেচারা জানালা আর অসহায় রোদ্দুর
প্রযুক্তির ভারে ক্রমে যাচ্ছে সরে বহুদূর
বোকার মতন আমি আর আমার জানালা
হাঁ করে দেখি, গিলি, গুণে যাই শূন্য
আলো সরে যায়, আলোর অনেক তাড়া
আমি ছিলাম, আছি, থাকব
তোর জন্য
Ekta Janala | Official Music Video | Tamal Kanti Halder
Ekta Janala (একটা জানালা)
An original Bengali song by Tamal Kanti Halder
Listen in Spotify spoti.fi/3Iu03R4
Apple Music apple.co/3YvEpl7
Video credits:
Child Actress – Toshani Chakraborty aka Gaan
Child Actor – Riyan Halder aka Tutun
Actress – Aparajita
Actor – Tamal Kanti Halder
DOP – Shilajit Das Mahapatra
Aeral shots – Soham Motilal
Production manager – Rajarshi Kundu
Special thanks to Ambali Chakraborty, Mohul Chakraborty, Bitasta Kundu, Chhanda Kundu, Paramita Kundu and Bhundul
Direction and Edit – Tamal Kanti Halder
Audio Credits:
Guitar – Joy Sasmal
Bass Guitar – Soumojit Das
Drums – Ranit Das
Piano, Melodica, Vocals – Tamal Kanti Halder
Written, Composed and Produced by Tamal Kanti Halder