এই শহরে টিকতে হবে তো


































































			
			











Patience is the key to joy.

এই শহরে টিকতে হবে তো

আমার একটা স্বাপ্নিক মন ছিল,
বুকের মধ্যিখানে একটা কল্পনা প্রিয় শিশু ছিল।
বড্ড ছেলেমানুষ ছিল সে।
কল্পনার জাল ছড়িয়ে
সুনীল দিগন্ত বিস্তৃত খোলা আকাশের নিচে,
সমগ্র চরাচর ব্যপ্ত করে ছিল তার আনাগোনা।

আজ তার কথা মনে করে খুব হাসি পায়।
হিস্টিরিয়াগ্রস্থের মতো,
হেসেও ফেলি মাঝে-মধ্যে।
এই শহরের মানব স্রোতের কেউ কেউ
তখন এক পলক ফিরে তাকায়।
দেখে নেয় তাদের মাধ্যে
একজন পাগল আছে কিনা।
তখন না আমার খুব পাগল হতে ইচ্ছে করে।
সেই স্বাপ্নিক মনে মতো
উদ্দাম উন্মাদ, সহজ-সরল-সোজা, অবুঝ,নিঃষ্পাপ
পাগল।

আমার একটা স্বাপ্নিক মন ছিল।
কিন্তু আজ নেই।
সে এখন হারানো অতীত।
সে এখন মূল্যহীন,
মেয়াদোত্তীর্ণ,
আবর্জনার স্তূপ,
পরিত্যক্ত কারখানা।

এই পৃথিবী আর তাকে চায় না।
এক শিশুর কল্পনার জগৎ
মহাপৃথিবীর দরকার নেই।
তার দরকার ব্যস্ততা।
ঘাম ঝরানো দিবস।
ঘুমহীন রাত্রি।
তার দরকার জ্যোৎসা অজ্ঞ মানুষ,
স্বপ্নবিহীন মন।
স্বাপ্নিক মন বিহীন মানুষ।
কল্পনার জগৎ এ পৃথিবীর কাছে
টকে উঠা ডাল।

তাই তো আমিও সেই মনকে
ফেলে দিয়েছি,
বহুদূরে ছুড়ে ফেলে দিয়েছি।
খুব কষ্ট হয়েছিল।
কিন্তু কি করব,
এই মানুষের শহরে টিকতে হবে তো!

Writer: জান্নাতুল নাইম স্মরণ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply