ঝিরিঝিরি ঝিরিঝিরি শব্দে
গা ছমছমিয়ে উঠে..
এই এলো ভুতপ্রেত
কে যেন কানে কানে বলে!!!
উপুর করে দেখি,
কালো চাদরে মেঘের ভেলা
বিন্দু জমিয়ে রাখে।
আমি চুপটি করে থাকি
নানি ডাকবে বলে কান পেতে রাখি!!
সেই জাদুকরী উনুনে
লালচে রং,
আমার লালসা জাগিয়ে তুলে!!
বাহিরে পা ফেলি,
ধোয়াশায় সবুজ খামে মুক্তা কুড়িয়ে রাখি!!
গায়ে অদ্ভুত এক অনুভুতি
কেউ মরে,কেউ বাঁচে
তবুও যেন পাথর হয়ে দাড়িয়ে থাকি
অসহায় হয়ে আগুন কুড়াতে দেখি!!
বয়সের দোষে আটকে গেছি
টাকার প্রবণতা বুঝে গেছি!!!
মন তখন গড়ি,শুরু নতুন করে করি
হাজির হই নতুন আশা নিয়ে।
বেলা শেষে যাওয়ার সময় আসে
আমায় বলে,,
মেয়ে,তুমি ছোট হতে কতো বড় হয়ে গেলে!!
আমি শীত,
আজ তুমি নতুন হয়ে আমায় হারিয়ে দিলে!!”
আমি অতি সামান্য….
শুধু মন কেন জানি আমায় বলে
আজ নিজে ভালো আছি বলে
ছেড়া কাপড় দেখে দিও না দূরে ঠেলে!!!
……….
written by Sahnaj rahman
Bangla poem
ঋতুহারা শীত
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1