Success usually comes to those who are too busy to be looking for it.

— Henry David Thoreau

আর একটা দিন

আর একটা দিন, আর একটাহ্মণ।
আর একটা গোধূলি দাও আমাকে।
জানি থাকবে না তুমি, আমার সাথে।
হৃদয়টা ছিড়ে দাও আঘাতে। (২)
আমি থাকবো কি করে,
তোমার প্রতিটি কথা আমায় আকড়ে ধরেছে।
আমি মানবো কি করে,
তোমার প্রতিটি স্মৃতি আমায় পুড়ে মারছে।
(হারমোনিকা)
আমি বুঝিনি তোমার স্পর্শ কেমন।
আমি মেনেছি তুমিই চেয়েছো যেমন।
কত যে কি ছিলো দেখেও দেখিনি।
কত কষ্ট গোপনে ছিলো বলিনি। (২)
আমি থাকবো কি করে,
তোমার প্রতিটি কথা আমায় আকড়ে ধরেছে।
আমি মানবো কি করে,
তোমার প্রতিটি স্মৃতি আমায় পুড়ে মারছে।(২)
আর একটা দিন, আর একটাহ্মণ।
আর একটা গোধূলি দাও আমাকে।
জানি থাকবে না তুমি, আমার সাথে।
হৃদয়টা ছিড়ে দাও আঘাতে। (২)

শিরোনামঃ আর একটা দিন।
অ্যালবামঃ প্রতিশোধ
ব্যান্ডঃ সাম্রাজ্য (Samrajjo)
কণ্ঠঃ আমিন
লিরিক্সঃ মার্লিন

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply