Go confidently in the direction of your dreams! Live the life you’ve imagined

— Henry David Thoreau

আমি তোমায় যত শুনিয়েছিলেম গান

শিল্পী : মনোময় ভট্টাচার্য
রবীন্দ্র সংগীত

আমি তোমায় যত শুনিয়েছিলেম গান
তার বদলে আমি চাই নে কোনো দান
ভুলবে সে গান যদি নাহয় যেয়ো ভুলে
উঠবে যখন তারা সন্ধ্যা সাগরকূলে,
তোমার সভায় যবে করবো অবসান
এই ক’দিনের শুধু এই ক’টি মোর তান
তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমি ভুলবে কেমন করে ?
সেই কথাটি কবি পড়বে তোমার মনে
বর্ষামুখর রাতে ফাগুন-সমীরণে–
এইটুকু মোর শুধু রইল অভিমান
ভুলতে সে কি পারো ভুলিয়েছ মোর প্রাণ॥

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply