Be who you are and say what you feel, because those who mind don’t matter, and those who matter don’t mind.

— Bernard M. Baruch

আমি এত যে তোমায় ভালোবেসেছি

গীতিকার : শ্যামল গুপ্ত
সুরকার : মানবেন্দ্র মুখোপাধ্যায়
🎤 মানবেন্দ্র মুখোপাধ্যায়
আমি এত যে তোমায় ভালোবেসেছি;
আমি এত যে তোমায় ভালোবেসেছি;
তবু মনে হয় – এ যেন গো কিছু নয়,
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তোমার কাজল চোখে যে গভীর
ছায়া কেঁপে ওঠে ওই,
তোমার অধরে ওগো যে হাসির
মধু-মায়া ফোটে ওই;
তারা এই অভিমান বোঝে না আমার,
বলে তুমিতো আমায় ভালোবেসেছো।
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়,
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তুমিতো জানো না
ওগো তোমার প্রাণের ওই সুরের কাছে
আমার গানের বাণী
আহত পাখির মত লুটায়ে আছে।
তবুও এ মাধবী রাতে আমায়
যে মালা তুমি পড়ালে,
যে মাধুরী দিয়ে মোর
শূন্য জীবন তুমি ভরালে;
তারা এ দীনতাটুকু দেখে না আমার,
বলে তুমিতো আমায় ভালোবেসেছো।
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়,
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
আমি এত যে তোমায় ভালোবেসেছি।

SONG
Ami Eto Je Tomay Bhalobesechi lyrics
ARTIST
Manabendra Mukherjee,Manabendra Mukherjee
ALBUM
Chiradiner Sathi – Nirbachito Premer Gaan

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment