What you get by achieving your goals is not as important as what you become by achieving your goals.

— Zig Ziglar

আমি আর আসবোনা

AMI R ASHBONA | আমি আর আসবোনা | Official Lyrical Video | Eemce Mihad | Tuhin | Bangla New Song

নিবিড় অন্ধকারে
স্মৃতির বিচরণ
ভেবে যায় তোমাকে
নির্লজ্জ এ মন।
কিছু কথা লিখে গেছি
পুরোনো ডায়েরীতে
পড়ে নিও খুব গোপনে
সময় হয় যখন (২)

জানি ভুল ছিলো আমারো
ক্ষমা করে দিতেই পারো
বলে গেলে না তুমি কিছুই
এটাই আক্ষেপ (২)

আমি আর আসবো না
তোমার আঙিনায়
কোনোদিন করব না
বিরক্ত তোমায়

তুমি বুঝবে সেদিন
আর খুঁজবে আমায়
যেদিন চলে যাবো
কোনো দূর অজানায়।

বিরল অবহেলার ভিড়ে
দুঃখ গুলো অগোচরে
হয়তো বোঝাতে পারিনি
ভালোবেসেছি কেমন করে (২)

যদি কখনো আবারো
সব মেনে নিতে পারো
থাকবো না আর আমি তখন
থাকবে না বিচ্ছেদ (২)

আমি আর আসবো না
তোমার আঙিনায়
কোনোদিন করব না
বিরক্ত তোমায়

তুমি বুঝবে সেদিন
আর খুজবে আমায়
যেদিন চলে যাবো
কোনো দূর অজানায়

Singer – Abdul Kader Tuhin
Lyrics & Tune – Abdul Kader Tuhin
Music Composer – Eemce Mihad
Assistant Music Composer – Shahnewaz Chowdhury Miraz
Lyrical video done by – Shakhawat Firoz Irfan
Thumbnail done by – Solaiman Swiim

AMI R ASHBONA lyrics আমি আর আসবোনা | Official Lyrical Video | Eemce Mihad | Tuhin | Bangla New Song

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply