A jug fills drop by drop.

— Buddha

আমায় ভণ্ড ভেবে পণ্ড করে

আমায় ভণ্ড ভেবে পণ্ড করে
Amay Vondo Vebe Pondo Kore
ছায়াছবি: মায়ের মর্যাদা
কথা: গাজী মাজহারুল আনোয়ার
সুর ও সংগীত: ইমন সাহা
শিল্পী: কুমার শানু
আমায় ভণ্ড ভেবে পণ্ড করে,
দিও না এই ভালোবাসা।।
আগের মতই চলতে দাও
তোমার কাছে যাওয়া আসা।
ভণ্ড হলাম প্রেমের কারনে,
মন মানেনা নিষেধ বারণে।।
আমায় ভণ্ড ভেবে পণ্ড করে
দিও না এই ভালোবাসা
আগের মত চলতে দাও
তোমার কাছে যাওয়া আসা।
ভণ্ড হলাম প্রেমের কারনে,
মন মানেনা নিষেধ বারণে।।
আমার কথাই নাই বা থাকুক,
সুর লয় আর তাল,
বেসুরো গান গাইছে দেখ
অনেকেই আজকাল ও।।
আমি না হয় দুঃখ পেয়েই
হয়েছি বেতাল ;
বেতাল হলাম প্রেমের কারনে,
মন মানেনা নিষেধ বারনে।।
ভাবিনি তো এমন হবে,
প্রেমেরই হালচাল,
অন্ধকারে ডুববে জীবন
হবেনা সকাল ও।।
এসব ভুলতে নেশা করে
হয়েছি মাতাল ;
মাতাল হলাম প্রেমের কারনে,
মন মানেনা নিষেধ বারণে।।
আমায় ভণ্ড ভেবে পণ্ড করে,
দিও না এই ভালোবাসা
আগের মতই চলতে দাও
তোমার কাছে যাওয়া আসা।
ভণ্ড হলাম প্রেমের কারনে,
মন মানেনা নিষেধ বারণে।
বেতাল হলাম প্রেমের কারনে,
মন মানেনা নিষেধ বারনে।
মাতাল হলাম প্রেমের কারনে,
মন মানেনা নিষেধ বারণে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply