In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

আমার যেমন বেণী তেমনি রবে

আমার যেমন বেণী তেমনি রবে
Amar Jemon Beni Temni Robe
কথা ও সুর: গোসাঁই রসরাজ
কণ্ঠ: পূর্ণদাস বাউল/পার্বতী বাউল
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২
আমি চুল ভিজাবো না আমি বেণী ভিজাবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না।
আমি জলে নামব জল ছড়াব
তবু জল তো ছোঁবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২
আমি চুল ভিজাবো না আমি বেণী ভিজাবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না।
আমি ভোগ লাগাবো তবু ভুখে মরব না
আমি রাঁধিব বাড়িব,ব্যঞ্জন বাটিব
তবু আমি হাঁড়ি ছোঁবো না
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২
আমি চুল ভিজাবো না আমি বেণী ভিজাবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না।
গোঁসাই রসরাজে ভনে,শোন গো নাগরী
ও রূপে যাই বলিহারি!
আমি হবোনা সতী আমি না হবো অসতী
তবু আমি পতি ছাড়বো না
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২
আমি চুল ভিজাবো না আমি বেণী ভিজাবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply