Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

আমাদের ঠিক প্রেম হয় নি

আমাদের ঠিক প্রেম হয় নি

তোমায় একগুচ্ছ কদম দেওয়া হয় নি,
ডালা ভরা রংবেরঙের চুড়ি আর ক’পাতা টিপ সাথে,তাও না।
কষ্ট করে বাঁধা সেই খোঁপায় দু’টো বেলীর মালা,
হাতের মুঠোতে আমি আর কাঠগোলাপের গল্প হয়নি।
কপালে গাঢ় করে রক্তজবার সিঁদুর,স্নিগ্ধ ঠোঁটযুগলে তীঘ্ন আবির,
মুগ্ধতাটুকু তোমায় বলা হয় নি।
হুট করে ছোঁয়া হয়নি তোমার ঠোঁট,
সেই স্পর্শে কেঁপে উঠে তোমার বলা হয়নি,”আহ্ সরো,দেখছে।”
আমাদের আসর জমানো গল্প হয়নি,
হৃদয় শুনেছিলাম বোধহয়।
তোমার হাত ধরে দূরে কোথাও হারানোও হয়নি,
দূরত্বের সামাজিকতা ছিলো বরাবর।
আমাদের জম্পেশ প্রেম হয়নি,
করুণামাখা অভিনয়ের বিদায়বেলাও নয়।
শেষ দেখায় তোমায় ভালোবাসি বলা হয় নি,
হাসিমুখে আমরা ছিলাম প্র্যাক্টিকাল।
পিছনে ফিরে তোমার তাকানো হয় নি,
অসহায়ত্বে আমার ডুকরে কাঁদা হয়নি।
ভীড়ের প্রশ্নটা ছিলো”তবে এতো হতাশা কেন?”,
মুচকি হেসে বলেছি,
আমাদের যে ঠিক প্রেম হয়নি,ভালোবাসা হয়েছিলো।

হাবীবা ফারহানা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply