আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো।
আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো।
কি চোখে তোমায় দেখি
বোঝাতে পারিনি আজো হয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো।
যাবার বেলায় আজ
কেন যে কেবলি মনে পড়ে গো
অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো
শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো
এ দেখাই শেষ দেখা নয় তো…
এমন তো হতে পারে
সবই তুমি খেলা ভেবে নিয়েছো
খেয়ালের অভিনয়ে
আমায় কথার কথা দিয়েছো
বলনা সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে
হয়নি একটু দেরি এ গানের কোন মানে খুঁজতে
কাছে থেকে দূরে গেলে নেই কিছু
হারাবার ভয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো।
আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো।
কি চোখে তোমায় দেখি
বোঝাতে পারিনি আজো হয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো।
এ দেখাই শেষ দেখা নয়তো।
মান্না দে
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1