আধো আধো বোল লাজে বাধো বাধো বোল


































































			
			











Whoever is happy will make others happy too.

— Anne Frank

আধো আধো বোল লাজে বাধো বাধো বোল

শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
নজরুল গীতি

আধো আধো বোল লাজে বাধো বাধো বোল
বোল কানে কানে
যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল
বোল কানে কানে
আধো আধো বোল লাজে বাধো বাধো বোল
বোল কানে কানে
আধো আধো বোল
যে কথার কলি সখি আজও ফুটিল না
শরমে মরম পাতে দুলে আনমনা
যে কথাটি ঢেকে রাখে বুকেরও আঁচল
যে কথাটি ঢেকে রাখে বুকেরও আঁচল
বোল কানে কানে
যে কথা লুকানো থাকে লাজ নত চোখে
না বলিতে যে কথাটি জানাজানি লোকে
যে কথাটি ধরে রাখে অধরেরও কোল
যে কথাটি ধরে রাখে অধরেরও কোল
বোল কানে কানে
যে কথা কহিতে চাহ বেশ ভূষার ছলে
যে কথা প্রকাশ তব দেহে পলে পলে
যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল
বোল কানে কানে ….!
Music
SONG
Adho Adho Bol
ARTIST
Manabendra Mukherjee
ALBUM
Adho Adho Bol

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply