Live in the sunshine, swim the sea, drink the wild air.

— Ralph Waldo Emerson

আজ কেন ও চোখে লাজ কেন

আজ কেন ও চোখে লাজ কেন
Aaj Keno O Chokhe Laj Keno (1957)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: নচিকেতা ঘোষ
শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
আজ কেন ও চোখে লাজ কেন
মিলন সাজ যেন বিফলে যায়,
মন যেন ফুলের বন যেন
আঁখির কোণ যেন তোমারে চায়
আজ কেন ও চোখে লাজ কেন
মিলন সাজ যেন বিফলে যায়।
গান আসে ব্যাকুল প্রাণ হাসে
সুরের বান আসে দখিন বায়,
চাঁদ ওঠে ঘুমোনো ফুল ফোটে
অলির ঝাঁক জোটে বনের ছায়,
মন যেন ফুলের বন যেন
আঁখির কোণ যেন তোমারে চায়
আজ কেন ও চোখে লাজ কেন
মিলন সাজ যেন বিফলে যায়।
পিয়াসে মিলন তিয়াসে
জীবনে কী আসে এমন ক্ষণ!
খেয়ালে প্রেমের দেয়ালে
জ্বেলেছে খেয়ালী তোমারই মন
পিয়াসে মিলন তিয়াসে
জীবনে কী আসে এমন ক্ষণ!
কাল গুণে স্বপন জাল বুনে
পেয়েছি ফাল্গুনে আজ তোমায়,
এই আমি একি গো সেই আমি
আমাতে নেই আমি যেন কোথায়
মন যেন ফুলের বন যেন
আঁখির কোণ যেন তোমারে চায়
আজ কেন ও চোখে লাজ কেন
মিলন সাজ যেন বিফলে যায়
মন যেন ফুলের বন যেন
আঁখির কোণ যেন তোমারে চায়
আজ কেন ও চোখে লাজ কেন
মিলন সাজ যেন বিফলে যায়।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply